Home মোবাইল মানিয়া নিউজ মোবাইল ইন্টারনেট এমবি শেষ হলে কিভাবে PPU ব্লক করবেন।

মোবাইল ইন্টারনেট এমবি শেষ হলে কিভাবে PPU ব্লক করবেন।

0
uddoyon - sim offer

আসসালামু আলাইকুম, উড্ডয়নে আপনাকে স্বাগতম!
কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন।

আজ আমরা কথা বলবো মোবাইল এর PPU কিভাবে বন্ধ করতে হয় তা নিয়ে।

আমরা যারা মোবাইলের ইন্টারনেট (এমবি / ডাটা) ব্যবহার করি ইন্টারনেট ব্যালান্স শেষ হয়ে গেলে মেইন ব্যালান্স থেকে টাকা কেটে নিয়ে যায়, যা সত্যিই সমস্যার।

যাদের ডাটা বা এমবি শেষ হওয়ার পর টাকা কেটে নেওয়া হয় তারা নিচের কোড গুলো ডায়াল করে PPU ব্লক করে নিতে পারেন তাহলে আপনার ইন্টারনেট ব্যালান্স শেষ হলেও আর মেইন ব্যালান্স থেকে কোনো চার্জ কাটা হবে না। টেলিটক এর PPU ব্লক করার সিস্টেম নাই বাকি সব সিমের জন্য PPU ব্লক কোড নিচে দেওয়া হলো।

Banglalink এর PPU ব্লক করার জন্য ডায়াল করুন:
*121*1*2*2*1#

Airtel এর PPU ব্লক করার জন্য ডায়াল করুন:
*8444*9999#

Robi এর PPU ব্লক করার জন্য ডায়াল করুন:
*8444# → তারপর 4 লিখে সেন্ড এ ক্লিক করে 1 লিখে সেন্ড করলেই হবে। অথবা *8444*9999# ডায়াল করতে হবে।

Grameenphone এর PPU ব্লক করার জন্য ডায়াল করুন:
*5000*55# অথবা *121*6*1*2#

PPU ব্লক কোড গুলো শুধুমাত্র প্রিপেইড কানেকশন এর জন্য প্রযোজ্য হবে। পোস্ট-পেইড এ কাজ করলেও করতে পারে, ট্রাই করে দেখতে পারেন।

আজকের মত এই পর্যন্তই, পরবর্তী পোস্টে অন্য কোন বিষয় নিয়ে আলোচনা করবো সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ্‌ হাফেজ।

error: Content is protected !!
Exit mobile version