Home টিপস এন্ড ট্রিকস ফেসবুকের পেন্ডিং রিকুয়েস্ট কেনসেল করুন এক ক্লিকে

ফেসবুকের পেন্ডিং রিকুয়েস্ট কেনসেল করুন এক ক্লিকে

0

আসসালামু আলাইকুম, উড্ডয়নে আপনাকে স্বাগতম!
কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন।

আজ আমরা আলাপ করবো কিভাবে আপনাকে ঝুলিয়ে রাখা FB Friend রিকুয়েস্টগুলো সহজেই ক্যান্সেল করবেন।

আমরা অনেকেই ফেইসবুকে অনেক অনেক মানুষকে ফ্রেন্ড রিকুয়েস্ট সেন্ড করি।
অনেকেই একসেপ্ট করে আবার অনেকেই ঝুলিয়ে রাখে।
এইভাবে ঝুলতে ঝুলতে যখন আপনার ১০০০ ফ্রেন্ড রিকুয়েস্ট ঝুলে থাকবে তখন আপনি আর নতুন কাউকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাতে পারবেন না।
এক এক করে সবার রিকুয়েস্ট ক্যানসেল করার পর আবার পুনরায় অন্যদের রিকুয়েস্ট পাঠাতে পারবেন।

এক এক করে রিকুয়েস্ট ডিলিট করতে করতে আপনি হাঁপিয়ে উঠতে পারেন। 😉

কিন্তু আপনি চাইলে মাত্র কয়েকটি ক্লিকের মাধ্যমে ১/২ মিনিটেই সব পেন্ডিং ফ্রেন্ড রিকুয়েস্ট ক্যানসেল করতে পারেন।

এজন্য যা করতে হবেঃ

১. প্রথমে আপনার কম্পিউটারের গুগল ক্রোম ব্রাউজার দিয়ে https://m.facebook.com/friends/center/requests/outgoing/ -এ ঢুকে লগইন করে নিন। এখানেই আপনার সবগুলো পেন্ডিং ফ্রেন্ড রিকুয়েস্ট থাকবে।

২. তারপর মাউস স্ক্রল করে একদম শেষ পর্যন্ত যেতে থাকুন।
পেইজের একেবারে শেষ পর্যায়ে চলে যাবেন যাতে করে সব পেন্ডিং প্রোফাইল গুলো ফ্রন্ট এ আসে।

৩. তারপর আপনার মাউসের রাইট বাটন ক্লিক করে Inspect –এ ক্লিক করুন।

pending friends

৪. এরপর Console Tab -এ ক্লিক করুন।

৫.  Console Tab -এ এই কোড কপি করে পেস্ট করুন তারপর কিবোর্ডের ইন্টার -এ প্রেস করুন:–

javascript:var inputs = document.getElementsByClassName(‘_54k8 _56bs _56bt’);
for(var i=0; i<inputs.length;i++) {
inputs[i].click();
}

আমাদের ওয়েবসাইট কপি প্রটেক্টেড তাই Script টি এই লিঙ্ক থেকে কপি করুন: FB Script

ব্যাস। আপনার কাজ শেষ কিবোর্ডের ইন্টার দেয়ার পর ৩০ সেকেন্ড / ১ মিনিট সময় লাগবে।
আপনার সব পেন্ডিং ফ্রেন্ড রিকুয়েস্ট ক্যানসেল হয়ে যাবে।

** আমাদের পোস্টটির দ্বারা আপনার উপকার হলে অবশ্যই সবার সাথে শেয়ার করার অনুরোধ রইলো।

error: Content is protected !!
Exit mobile version