Home ব্লগিং কনটেন্ট রাইটিং ই-বুক লিখে আয় করুন

ই-বুক লিখে আয় করুন

0
uddoyon - e book

আসসালামু আলাইকুম, উড্ডয়নে আপনাকে স্বাগতম!
কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন।

আজ আমরা আলোচনা করবো E-Book নিয়ে, কিভাবে E-Book লিখে আয় করা যায়।

ব্লগ থেকে ই-বুক লিখে আয়ঃ

আপনারা হয়তো জানেন, আবার অনেকেই জানেন না ইবুক থেকে আয় করা যায়। একটি খুবই জনপ্রিয় পদ্ধতি যা দিয়ে মানুষ আয় করে থাকে।

আপনি যদি মোটামুটি ভালো মানের লেখক হয়ে থাকেন বা লেখালেখির হাত ভালো থাকে তাহলেই আপনি খুব সহজে ইবুক লিখে আয় করতে পারবেন।

ইবুক লিখে আয় করা বর্তমানে জনপ্রিয় একটি চলমান পদ্ধতি।
আপনার লেখা বইটি যত বিক্রয় হবে আপনি তত বেশি মুনাফা পাবেন বা আয় করতে পারবেন।
আপনি যদি এই পদ্ধতিতে সফল হয়ে যেতে পারেন তবে একটি বই-ই আপনার জীবনের শ্রেষ্ঠ সম্পদ যাবে।

যারা নতুন ব্লগ তৈরী করেন, বা যারা নতুন ব্লগ ব্যাবহারকারি তাদের জন্য গুগল এডসেন্স-এ এপ্রুভ নেয়া খুবই কঠিন কাজ তাই বলে কি কম ভিজিটর নিয়ে যারা নতুন ব্লগ শুরু করেছেন তাদের অর্থ উপার্জন থেমে থাকবে?

অবশ্যই না।
যারা নতুন ব্লগার, তাদের জন্য গুগল এডসেন্স এর বিকল্প কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে এর মধ্যে “ক্লিকসর” অন্যতম।
ক্লিকসর একটি ভালো মানের বিজ্ঞাপন প্রতিষ্ঠান যারা বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে প্রাপ্ত বিজ্ঞাপন সমুহ প্রকাশকদের অর্থাৎ যাদের ব্লগ রয়েছে তাদের দিয়ে থাকে, তখন ব্লগাররা সেই বিজ্ঞাপন তাদের নিজের ব্লগের মাধ্যমে প্রচার করতে পারে এবং তা থেকে আয় করতে পারে, এটি ঠিক গুগল এডসেন্স এর মতই কাজ করে।
ক্লিকসর নতুন ব্লগারদের জন্য একটি খুব ভাল একটি মাধ্যম যা ব্যাবহার করে আপনি সহজেই অর্থ উপার্জন করতে পারেন। তাই আপনি চাইলে নতুন ব্লগ খুলে ক্লিকসর এর মাধ্যমে আয় করে নিতে পারেন।

error: Content is protected !!
Exit mobile version