আসসালামু আলাইকুম, উড্ডয়নে আপনাকে স্বাগতম!
কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন।
আজ আমরা কথা বলবো জিপি নতুন সিমের দাম ও অফার নিয়ে।
বাংলাদেশের সবচেয়ে বড় ফোন কোম্পানি গ্রামীণফোন সাধারণত আমরা গ্রামীণফোনকে ছোট নামে জিপি বলে ডাকি। তাই আপনারা যারা একটি নতুন জিপি সিমের দাম এবং একটি নতুন সিমের অফার জানতে চান, তাদের জন্যই মূলত এই লেখাটি। বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় সিম হল গ্রামীণফোন কোম্পানির সিম, এই গ্রামীণফোন সিম কোম্পানি এতটাই জনপ্রিয় যে প্রতি চারজনের মধ্যে তিনজনে একটি করে গ্রামীণফোন সিম ব্যবহার করে।
আপনারা যারা একটি নতুন গ্রামীণফোন সিম কিনতে চান তাদের গ্রামীণফোন গ্রাহক পরিষেবা বা বিভিন্ন হাট বাজারে গ্রামীণফোন বিক্রয় কেন্দ্রে যোগাযোগ করা উচিত। বর্তমানে, আপনি যদি গ্রামীণফোন গ্রাহক পরিষেবা থেকে একটি নতুন গ্রামীণফোন সিম কেনেন, তাহলে গ্রামীণফোন এর ই-সিম কিনতে আপনার খরচ হবে ৩০০ টাকা এবং একটি সাধারণ প্রিপেইড সিম কিনতে ২৫০ টাকা খরচ হবে৷ কিন্তু হাট বাজারের বিক্রয় কেন্দ্র থেকে গ্রামীণফোনের একটি সিম কিনতে পারবেন ২০-৫০ টাকা টপ-আপ করে।
আজকের মত এই পর্যন্তই, পরবর্তী পোস্টে অন্য কোন বিষয় নিয়ে আলোচনা করবো সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ্ হাফেজ।