Home আয় করুন অনলাইন টিপস এন্ড ট্রিকস

অনলাইন টিপস এন্ড ট্রিকস

0

আসসালামু আলাইকুম, উড্ডয়নে আপনাকে স্বাগতম!
কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন।

 

আজ আমরা আলাপ করবো অনলাইনের কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং কিছু নিয়ম কানুন নিয়ে।

 

আমরা অনেকেই অনেক বড় ভাইদের কাছ থেকে টিপস নিয়ে থাকি, তাদের সফলতার গল্প শুনে নিজের সফলতার স্বপ্ন সাজাই, কিন্তু কিছুদিন কাজ করেই আর পারিনা, আর পারিনা বলে ক্লান্ত। কিন্তু আপনি যদি সেই সফল মানুষদের গল্প ভালো করে দেখেন এবং জানতে চান তাহলে দেখবেন সবার সফলতার পিছনে রয়েছে অনেক অনেক পরিশ্রম আর ধর্য্য, যেকোনো বিষয় নিয়েই বেশি বেশি গুগলিং করুন, অন্যদের থেকে টিপস সংগ্রহ করুন, বেশি বেশি ব্লগ পড়ুন, আর অবশ্যই সময় দিয়ে কাজ করুন, সবকিছু ভালো করে বুঝে সময় নিয়ে শুরু করুন, এবং অবশ্যই নিচে দেওয়া কথা গুলো মাথায় রাখবেনঃ

  • আপনি প্রথমেই লাখপতি হবার চিন্তা বাদ দিন।
  • আপনি ইংলিশ এ ভালো না হলেও ভয় পাবার কিছুই নেই অল্প অল্প করে বুঝে যাবেন, প্রয়োজনে গুগলের সাহায্য নিন।
  • অনেক অনেক অনলাইনে রিসার্চ করুন। পেইড ওয়েবসাইট না ঘেঁটে বেশি করে ফোরাম গুলোতে জয়েন করুন।
  • ছোটখাটো কিছু করার চিন্তা করুন যেমন, আপনি ডিজাইনিং এ ভাল হলে লোগো ডিজাইন করুন / আর্টিকেল লেখায় ভাল হলে আর্টিকেল লিখুন।
  • সুন্দর একটি ইউটিউব চ্যানেল তৈরি করে ক্রিয়েটিভ ভিডিও বানিয়ে আয় করতে পারেন।
  • ওয়েবসাইট বানানো শিখতে পারেন। প্রথমে ফ্রী সাইট থেকে শুরু করুন। সকল কিছুই অনলাইনেই পেয়ে যাবেন।
  • ওয়েবসাইট বানিয়ে পাবলিশার নেটওয়ার্কের মাধ্যমে ইনকাম করতে পারেন।
  • আপনি ভালো লেখক হলে আর্টিকেল লিখে ডলার ইনকাম করতে পারবেন।
  • টাইপিং স্পীড মোটামুটি ভালো হলে ডাটা এন্ট্রির কাজ করতে পারেন।

 

যেকোনো সমস্যায় পড়লে / কোন সমাধান প্রয়োজন হলে আমরাতো আছিই!! প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন।

error: Content is protected !!
Exit mobile version