আসসালামু আলাইকুম, উড্ডয়ন (পূর্বতন – খলিফা নেটওয়ার্ক) -এ আপনাকে স্বাগতম!
কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন।
উড্ডয়ন (পূর্বতন – খলিফা নেটওয়ার্ক) -এর যাত্রা শুরু হয়েছে।
আমরা ভিজিটর খুব একটা এখনো পাইনি। তবে আমরা কাজ ঠিক মতো চালিয়ে যাচ্ছি, আমরা মূলত বাংলাদেশী মানুষের কথা ভেবে আমাদের সকল পোষ্ট বাংলা ভাষায় লিখবো যাতে করে বাংলা ভাষা-ভাষীদের সবাই খুব সহজেই সবকিছু বুঝে নিতে পারেন, কিন্তু আমাদের ব্লগের পপুলারিটি বাড়ানোর জন্য আমরা আমাদের সাইটটি অন্য কয়েকটি ভাষায় ট্রান্সলেট করে দিয়েছি যেন অন্য দেশ থেকেও মানুষ আমাদের ব্লগটি ফলো করতে পারে, আমাদের মূল ভাষা বাংলা, এছাড়াও ইংরেজি, আরবি, চায়না, উর্দু এবং হিন্দি ভাষায় আমাদের ট্রান্সলেট রয়েছে, যেকেউ blog.kholifa.com ওয়েবসাইটে ভিজিট করে উপরের ডান-পাশ থেকে নিজের পছন্দের ভাষা সিলেক্ট করে নিতে পারবেন। আশা করি আমাদের ওয়েবসাইটের প্রত্যেকটি পোষ্ট আপনাদের কাজে লাগবে, আর আমরা আমাদের পোষ্টগুলো অবশ্যই ভালো করে যাচাই বাছাই করেই আপনাদের কাছে উপস্থাপন করবো বলে অঙ্গীকার করছি।
আমরা আমাদের কাজ চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনাদের সকলের সহযোগিতা আবশ্যক।
ধন্যবাদ…..