আসসালামু আলাইকুম, উড্ডয়নে আপনাকে স্বাগতম!
কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন।
আজ আমরা আলাপ করবো Bitcoin Payment Getaway সম্পর্কে।
আমরা যারা অনলাইনে কাজ করি তারা বিটকয়েন সম্পর্কে কিছুটা হলেও শুনেছি।
বর্তমানে ১ বিটকয়েন = ৮,০০০ ডলারেরও বেশি।
কিন্তু বিটকয়েন জমা রাখার উপায় কি?
হুম পেপাল / পায়জা / নেটেলার / স্ক্রিল এর মতো বিটকয়েনেরও ওয়ালেট আছে যেখানে আপনি আপনার বিটকয়েন জমা রাখবেন।
তেমনই একটি বিটকয়েন ওয়ালেট হলো Xapo
Xapo একাউন্ট দিয়ে আপনি বিটকয়েন কেনা-বেচা করতে পারবেন।
নেটেলার / স্কিল এর মাধ্যমে টাকা জমা বা উঠানো যাবে। যেকাউকে সেন্ড করতে পারবেন। আপনিও অন্য কারোর থেকে বিটকয়েন রিসিভ করতে পারবেন। নেটেলার / স্ক্রিল এ জমা / উত্তলোন করতে পারবেন। আপনি চাইলে সরাসরি আপনার ব্যাংক একাউন্টের মাধ্যমে ক্যাশ করতে পারবেন।
**Xapo একাউন্ট খোলার জন্য আপনার এন্ড্রয়েড / আইফোন ব্যবহার করুন তাহলে তেমন কোন ঝামেলায় পড়বেন না। খুব সহজেই একাউন্ট খুলতে পারবেন।
বিটকয়েন Xapo একাউন্ট খোলার জন্য ক্লিক করুন।
তারপর আপনার মোবাইল নাম্বার দিয়ে সাইনআপ করুন।
আপনার মোবাইলে এসএমএস যাবে সেই কোড দিয়ে ভেরিফাই করে আপনার নাম + ঠিকানা + ইমেইল + পাসওয়ার্ড দিয়ে ভালো করে যাচাই করে কনফার্ম করুন।
আপনার ইমেইলে ভেরিফিকেশন লিংক / কোড যাবে সেই লিংক এ ক্লিক করে / কোড দিয়ে আপনার আইডি ভেরিফাই করুন।
তারপর আপনি আপনার Xapo একাউন্ট ভেরিফাই করে নিন এজন্য আপনার ভোটার আইডি / ন্যাশনাল আইডি / স্মার্ট কার্ড ব্যবহার করুন…
কিভাবে Xapo একাউন্ট খুলবেন তার ভিডিও দেখতে- Xapo Bangla
বিটকয়েন অনেক ভাবে সংগ্রহ করা যায়।
আপনি ফ্রিতে-ই বিটকয়েন আয় করতে পারবেন।
সেইজন্য আপনার প্রয়োজন হবে ধৈর্য আর কঠিন মনবল।
কিভাবে আপনি ফ্রিতে বিটকয়েন আয় করবেন তা নিয়ে আপনারদের জন্য আরেকদিন আরেকটি পোস্ট নিয়ে হাজির হবো।
সেই পর্যন্ত ভালো থাকবেন।
যেকোন সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করুন…