শনিবার, জুলাই ২৭, ২০২৪

গুগোল এডভান্স সারচিং

আসসালামু আলাইকুম, উড্ডয়নে আপনাকে স্বাগতম!
কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন।

আজ আমরা আলাপ করবো গুগল এডভান্স সার্চিং এবং সার্চিং সিক্রেট নিয়ে।

সার্চ ইঞ্জিন হচ্ছে বর্তমান অনলাইন বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিষ। এই সার্চ ইঞ্জিন ব্যবহার করেই আমরা পৃথিবীর সকল জানা / অজানা তথ্য চোখের পলকেই খুঁজে নিতে পারি, সকল বিষয় জানতে পারি। মূলত সার্চ ইঞ্জিনের কারণেই আমরা অনলাইন জগতে আমাদের জীবনকে সহজ করে তুলতে পেরেছি, জেনেছি অজানা সব তথ্য।

কিন্তু আমরা সবাই কী সার্চ ইঞ্জিনের সঠিক ব্যবহার জানি?
অনেকের-ই উত্তর হবে, হুম জানি। কিন্তু খেয়াল করলে দেখা যাবে আদতেও আপনি বা আমি সার্চিং এর ১% ও জানিনা।

অনেকসময় দেখা যায় সার্চ ইঞ্জিনে আপনি যেই টপিক লিখে সার্চ দিলেন সেখানে প্রয়োজনের বাহিরে অনেক বেশী রেজাল্ট সো করছে যা আপনার মোটেও দরকার নেই। হয়ত দেখা যাবে আপনি যে রেজাল্ট টা চাইছেন সেটাও আপনি পাচ্ছেন না।
এইসব সমস্যা সমাধান করার কিছু সহজ টিপস রয়েছে যেগুলো ফলো করে আপনি খুব সহজেই আপনার কাঙ্খিত সার্চ রেজাল্ট পেতে পারেন।

সার্চ ইঞ্জিন বলতে আমরা মূলত বুঝি গুগল-কে। কিন্তু গুগল ছাড়াও আরো কিছু সার্চ ইঞ্জিন রয়েছে যেমনঃ ইয়াহু, বিং, আস্ক, এলেক্সা, এওল ইত্যাদি সহ আরো অনেক অনেক।
কিন্তু আমরা সবাই কোনকিছু সার্চ করার জন্য গুগলকে বেছে নেই এবং আমরা সবাই কিন্তু গুগল ক্রোমের ফ্যান কারণ হিসেবে গুগলের জনপ্রিয়তা। অন্য সার্চ ইঞ্জিন থেকে গুগলে ১০০% সঠিক ও বাছাইকৃত তথ্য থাকে এবং গুগল ক্রোম হচ্ছে সবচেয়ে সহজ ও দ্রুততম ব্রাউজার। তাই আমরা গুগলকে বেছে নিয়েছি। চলুন আমাদের কাজ শুরু করিঃ

প্রথমে আপনার ব্রাউজারের ডিফল্ট সার্চ ইঞ্জিন সেট করুনঃ

আমরা সকলেই সাধারণত গুগল ক্রোম ব্যবহার করি। গুগল ক্রোম ব্যবহার কারীদের জন্য সবসময় গুগল সার্চ ইঞ্জিন ডিফল্ট সিলেক্ট করা থাকে। আপনার কম্পিউটারে যদি গুগল ক্রোম না থাকে তাহলে ডাউনলোড করে নিতে পারেন। আর যদি আপনার কম্পিউটারে ফায়ারফক্স / Internet এক্সপ্লোরার থাকে তাহলে আপনি সেটিংস -এ গিয়ে গুগল সার্চ ইঞ্জিন ডিফল্ট করে নিতে পারবেন। আপনি যদি গুগল সার্চ ইঞ্জিন ডিফল্ট রাখেন তাহলে আপনি এড্রেসবারে কোন কীওয়ার্ড টাইপ করেই সার্চ করতে পারবেন।

google search engine

কোটেশন মার্ক দিয়ে সার্চ করাঃ

কোটেশন মার্ক দিয়ে সার্চ করার অর্থ হচ্ছে আপনি কোন নির্দিষ্ট একটি বিষয়ে সার্চ করতে চাইছেন। অবশ্য বর্তমানে সার্চ ইন্জিন অনেক ডেভলপ হয়েছে এবং এটা গুগল সার্চ ইঞ্জিন কোটেশন মার্ক ছাড়াই বুঝতে পারে যে, আপনি কী ধরণের টপিক সার্চ করতে চাচ্ছেন। তারপরও কোটেশন মার্ক আপনার সার্চ রেজাল্টের অনেক পরিবর্তন আনতে পারে, এবং আপনার নির্দিষ্ট সার্চ আপনাকে দেখাবে। যেমনঃ “Kholifa Network”

google quotation mark search

এ ধরণের কোন নির্দিষ্ট কীওয়ার্ড সার্চিং এর ক্ষেত্রে কোটেশন মার্ক অনেক গুরুত্বপূর্ণ। আর আপনি যদি কোটেশন মার্ক না দিয়ে সার্চ করেন তাহলে বিভিন্ন কী ওয়ার্ড ধরে সার্চ ইঞ্জিন আপনাকে অনেক অকাজের ওয়েবসাইট দেখাবে। 🙂

OR এবং AND যুক্ত করে সার্চঃ

আপনি যদি কোন কীওয়ার্ড বা বাক্য লিখে সার্চ দেন তাহলে সার্চ ইঞ্জিন তার প্রতিটা ওয়ার্ডের সার্চ রেজাল্ট আপনাকে দেখাবে। মানে, কীওয়ার্ডে যে কয়টি ওয়ার্ড রয়েছে তার প্রত্যেকটা থেকে কিছু না কিছু রেজাল্ট দেখাবে। এটাকে বলা হয়ে থাকে AND সার্চ। কিন্তু আপনি যদি কোন নির্দিষ্ট বিষয়ের উপর সার্চিং করতে চান তাহলে আপনি একটা OR কী ওয়ার্ড ইউজ করতে পারেন। যেমনঃ
OR “Kholifa Network”
AND “Kholifa Network”
এখানে আপনাকে শুধুমাত্র OR “Kholifa Network” এর উপর সার্চ রেজাল্ট সো করবে অথবা AND “Kholifa Network” এর সকল সার্চ রেজাল্ট সো করবে এবং এর বাইরে কোন কীওয়ার্ডের সার্চ রেজাল্ট গুগল আপনাকে দেখাবেনা। আপনি সার্চ দিলেই বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে।

নির্দিষ্ট সাইটের মধ্যে কিছু সার্চ করাঃ

আপনি হয়ত কোন নির্দিষ্ট সাইটের কন্টেট থেকে কিছু সার্চ করতে চাইছেন। সে জন্যও গুগলের সার্চ ইঞ্জিনে অপশন রয়েছে। আপনি যখন কোন নির্দিষ্ট সাইটের ভেতর সরাসরি গুগল থেকে সার্চ করতে চাইবেন তখন এইভাবে সার্চ করুনঃ facebook site:kholifa.net

 

উপরের নিয়মে সার্চ করলে আপনি যেকোন সাইটের ভিতরের আর্টিকেল / পোস্ট / যা থাকবে তাই সার্চ করতে পারবেন। আবার আপনি চাইলে যেকোন টপ লেভেল ডোমেইনের ভেতরেও সার্চ করতে পারেন। যেমন ধরুন আপনি চাইছেন .org.bd / .gov.bd / com.bd ইত্যাদি। এভাবে সার্চ করলে আপনি বিডি এ যত সাইট রয়েছে তার ভেতর থেকে আপনার কী ওয়ার্ডটি সার্চ করে আপনাকে দেখাবে।

google selected search

ওয়াইল্ড কার্ড সার্চঃ

আপনি হয়ত কোন একটি বিষয়ে সার্চ করতে চাইছেন কিন্তু সেটির পুরো স্পেলিং / বানান জানেন না। এখন বলুন কীভাবে সার্চ করবেন?
এর জন্য একটি বিশেষ পদ্ধতি রয়েছে। ধরুন আপনার সার্চের বিষয়ে শুধুমাত্র the three এইটুকু জানেন। আর বাকী টুকু জানেন না বা ভুলে গিয়েছেন। এখন আপনি যা জানেন তাই লিখে কীওয়ার্ডের শেষে একটা * চিহ্ন যোগ করে দিন। তাহলে গুগল ওই কীওয়ার্ডের সাথে যুক্ত সকল সার্চ রেজাল্ট আপনার সামনে এনে হাজির করবে, এবং আপনি আপনার কাঙ্খিত জিনিষটি খুঁজে নিতে পারবেন সহজেই। যেমনঃ kholifa*

google wirlcard search

নাম্বার রেঞ্জ দিয়ে সার্চঃ

আপনি চাইলে গুগল সার্চ ইঞ্জিনে নাম্বার রেঞ্জ দিয়েও সার্চ করতে পারবেন। যেমন ধরুন আপনি একটা স্যামসাং মোবাইল কিনবেন যেটির দাম $300 থেকে $600 -এর ভেতর। তাহলে আপনি খুব সহজেই এই নিয়মে সার্চ করতে পারবেনঃ samsung mobile $400..$600

google price range search

কানেক্টিভিটি সার্চঃ

সার্চিং এর মূলত দুটি গ্রেট কীওয়ার্ড রয়েছে, এর একটি হচ্ছে link এবং অন্যটি হচ্ছে related কীওয়ার্ড।
লিংক কীওয়ার্ড দিয়ে কিছু সার্চ করলে আপনাকে দেখাবে কোন কোন পেজ আপনার সার্চিং এর সাথে মিল রয়েছে সেগুলো। যেমনঃ link:kholifa.net

আর রিলেটেড কীওয়ার্ড দিয়ে সার্চ করলে আপনি যে সাইটের জন্য সার্চ করবেন তার সাথে মিল রয়েছে এমন সকল সাইটের একটা সার্চ রেজাল্ট দেখাবে। যেমনঃ related:kholifa.net

Info যোগ করে সার্চিং করাঃ

আপনি যদি উপরের প্রসেস গুলো মনে রাখতে না পারেন তাহলে শুধুমাত্র info কীওয়ার্ডটি ইউজ করে আপনার কাঙ্খিত সার্চ করতে পারেন। আপনি যখন একটি ওয়েবসাইটের এড্রেস -এর আগে info: লিখবেন তখন আপনি সেই সাইটের কোয়ালিটি সম্পন্ন রেজাল্ট পাবেন। যেমনঃ info:kholifa.net

সার্চ রেজাল্ট ফিল্টার করুনঃ

হয়তো আপনি কোন স্পেসিফিক রেজাল্ট দেখতে চাইছেন। যেমন আপনি রিসেন্ট কোন সময়ের বা নির্দিষ্ট একটি সময়ের সার্চ রেজাল্ট দেখতে চাইছেন।
তখন কি করতে হবে?
এজন্য আপনি গুগল-এ কোন কিছু সার্চ দিয়ে Tools এ ক্লিক করে আপনার কাঙ্খিত অপশন সিলেক্ট করলেই হবে।

google custom search

ইউআরএল সার্চ করাঃ

inurl ব্যবহার করে আপনি যদি কোন ইউআরএল সার্চ দেন তাহলে ওই সাইটের সবকিছু আপনি দেখতে পাবেন। ধরুন আপনি একটা ওয়েবসাইটের সবকিছু দেখবেন তখন আপনাকে টাইপ করতে হবে ইনুরল:আপনার সাইটের নাম। যেমনঃ inurl:kholifa.net

গুগলের অবশ্য এরকম আরও কিছু নির্দিষ্ট কীওয়ার্ড রয়েছে, যেমনঃ Inblogtitle, Inposttitle, Inpostauthor, Blogurl

ফাইল সার্চ করাঃ

আপনি চাইলেই যেকোন নির্দিষ্ট ফাইল সার্চ করতে পারেন। এজন্য আপনার সার্চ করা কীওয়ার্ডের শেষে ফাইল ফরম্যাট টাইপ করে দিতে হবে। যেমন ধরুন আপনি একটা লিনাক্স এর পিডিএফ বই খুঁজছেন। সেক্ষেত্রে আপনাকে টাইপ করতে হবেঃ Linux book.pdf

লেখক পরিচিতিঃ

Faruk Hossain Mithu
Faruk Hossain Mithuhttps://mithu.kholifa.com
I'm Linux Admin, traveler with a passion for movies, tech and programming. Navigating the digital realm with expertise, I enjoy exploring diverse landscapes and staying at the forefront of technology trends. Code enthusiast and cinephile, blending a love for innovation with a sense of adventure.
- বিজ্ঞাপন -
সম্পর্কিত পোস্টগুলো
- বিজ্ঞাপন -

জনপ্রিয় পোস্টগুলো

- বিজ্ঞাপন -
error: Content is protected !!