আসসালামু আলাইকুম, উড্ডয়নে আপনাকে স্বাগতম!
কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন।
আজ আমরা আলাপ করবো ইসলামী ব্যাংকের ডুয়েল কারেন্সি প্রিপেইড কার্ড সম্পর্কে।
আইবিবিএল ডুয়েল কারেন্সি প্রিপেইড ভিসা কার্ডঃ এটি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল) -এর প্রিপেইড কার্ড একটি ইন্টারন্যাশনাল VISA কার্ড।
আইবিবিএল -এর VISA প্রিপেইড কার্ডে রয়েছে ইএমভি চিপ, যা আপনাকে দিবে অনেকগুলি সুবিধা সাথে সর্বোচ্চ নিরাপত্তা।
অনলাইনে ব্যবহার ছাড়াও আপনি চাইলে অফ-লাইনে অন্যান্য ব্যাংকের কার্ডের মতো আপনার দৈনন্দিন ব্যয়ের জন্যও ব্যবহার করতে পারবেন।
এটি আপনাকে সর্বোচ্চ নিরাপত্তা সাথে আনলিমিটেড সুবিধা দিবে।
আইবিবিএল-এ অ্যাকাউন্ট ছাড়াই আপনি এই কার্ডটি ব্যবহার করতে পারবেন।
বিস্তারিত বৈশিষ্ট:
আইবিবিএল -এর VISA কার্ড একটি ডুয়াল কারেন্সি ইএমভি প্রিপেইড কার্ড।
দেশব্যাপী কেনাকাটার উপর ছাড়ের সুবিধা।
যেকোন আইবিবিএল ব্রাঞ্চ থেকে থেকে টাকা / ডলার লোড করার সুবিধা।
আন্তর্জাতিক এবং বাংলাদেশী মুদ্রায় কেনাকাটা।
কোন ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই ব্যাংকিং করার সুবিধা।
ভিসা এটিএম নেটওয়ার্কে বিশ্বব্যাপী ক্যাশ টাকা উত্তোলনের সুবিধা।
আইবিবিএল এটিএম থেকে বিনামূল্যে বাংলা নগদ টাকা উত্তোলনের সুবিধা।
বিশ্বজুড়ে সকল স্টোরে এবং রেস্টুরেন্ট অ্যাক্সেসের সুবিধা।
অনলাইন বিল পরিশোধ।
সম্পূর্ণ বিনামূল্যে টাকা / ডলার লোড করার সুবিধা।
সহজ বর্ণনাঃ
সারা পৃথিবীজুড়ে সাপোর্টেড।
BDT ও USD লোড ও উত্তোলন।
প্রতিবার ইন্টারন্যাশনাল পেমেন্টের ক্ষেত্রে ১% ফি কাটবে।
কার্ডের মেয়াদ 3 বছর।
কার্ড পেতে হলে:
বাংলাদেশী নাগরিক হতে হবে।
বয়স 18+ হতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র:
আবেদনপত্র –ব্যাংক থেকে দিবে।
আপনার ও আপনার নমিনীর ১ কপি ছবি।
আপনার ভোটার আইডি কার্ড (BDT কাজ করবে),
নমিনীর ভোটার আইডি কার্ড এর ফটোকপি।
আপনার পাসপোর্ট (USD একটিভ করার জন্য)।
আপনি আপনার পাশের যেকোন আইবিবিএল শাখায় গিয়ে কার্ডের জন্য আবেদন করতে পারবেন। আইবিবিএল এই কার্ডটি সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছে, তবে কিছু কিছু ব্রাঞ্চে ৫৭৫ টাকা রাখার কথাও শুনা যাচ্ছে।
প্রাথমিক জমা ১,০০০ টাকা, তবে কার্ড একটিভ হলে সাথে সাথে ১,০০০ টাকা তুলে নেয়া যাবে।
বিস্তারিত জানার জন্য আইবিবিএল হেল্পলাইনে (16259 / 09611016259) কল করুন…