আসসালামু আলাইকুম, উড্ডয়নে আপনাকে স্বাগতম!
কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন।
আজ আমরা আলোচনা করবো Paid to Click (PTC) নিয়ে।
আমরা সবাই পিটিসি সাইট সম্পর্কে কম বেশি জানি, আমরা যারা অনলাইনে কাজ করি তারা অবশ্যই পিটিসি সাইটের সম্পর্কে খুব ভালো করেই জানি।
পিটিসি (PTC) মানে হচ্ছে পেইড-টু-ক্লিক।
কোন একটি সাইটে একাউন্ট করে বিভিন্ন লিংকে বা এডস ক্লিক করে ডলার আয় করতে হয়।
পিটিসি সাইট সাধারন দুই ধরণের:
১. জেনুইন (ভালো) পিটিসি সাইট,
২. ফেইক (ভুয়া) পিটিসি সাইট।
জেনুইন সাইটগুলো তাদের ব্যবসায়ের প্রথমদিক থেকেই পেমেন্ট দিয়ে আসছে, তও কোন ঝামেলা ছাড়া, তারা আপনাকে ঠিক মতো পেমেন্ট করবে।
কিন্তু কত টাকা?
আপনি পিটিসি সাইট থেকে সাধারনত প্রতি ক্লিকে ০.০০১ সেন্ট পাবেন যাকিনা বাংলাদেশি টাকায় মাত্র ৮ পয়সা।
সুতরাং ১০০০ ক্লিক করলে আপনি পাবেন এক ডলার বা বাংলাদেশী টাকায় ৮০ টাকা।
আমার দৃষ্টিকোন থেকে আমি বলবো, এই কাজে সময় ব্যায় না করে ভিক্ষা করাও অনেক ভালো, কারন একজন ভিক্ষুককে মানুষ কম করে হলেই কমপক্ষে দুই টাকা দান করে।
আর পিটিসি সাইট থেকে এই ২ টাকা আয় করতে হলে কমপক্ষে ২৫ টি এডস ক্লিক করতে হবে এবং প্রতি এডস ক্লিকে আপনাকে ১০ – ২০ সেকেন্ড অপেক্ষা করতে হবে।
আপনাকে মনে রাখতে হবে যখন আপনি এমন কোনো পিটিসি সাইট পাবেন যেখানে প্রতি ক্লিকে .৩০/.৫০ বা ১ এক ডলার দিবে বলে তখন বুঝতে হবে যারা প্রতি ক্লিকে বেশি পেমেন্ট দেয় তারা ফেইক বা ভুয়া সাইট।
পিটিসি সাইট থেকে আয়ের দুইটি উপায় খোলা আছে।
১. রেফারেলের মাধ্যমে।
২. ইনভেস্ট করে।
আপনি যদি পিটিসি সাইট থেকে শুধু রেফারেলের মাধ্যমে আয় করতে চান সেটাও আহামরি কোন আয় নয়।
আপনি যে পরিমান শ্রম দিয়ে পিসিটি সাইট থেকে আয় করবেন, হয়তো মাসে ১/২ বার হালকা পাতলা নাস্তা করতে পারবেন, কিন্তু ভালো কিছুই করতে পারবেন না।
তাহলে কি ভাবছেন?
পিটিসি থেকে মোটা অংকের আয় করার জন্য কি ইনভেস্ট করবেন??
পিটিসিতে ইনভেস্ট করে পেইড রেফারেল কিনতে হয়, যাদের মেয়াদ থাকে ১ মাস, ১ মাস পরপর রিনিউ করা লাগে, তাই আপনি ভাবছেন পিটিসি থেকে আয় করার সর্বশেষ উপায় হচ্ছে ইনভেস্ট করা!
এবং রেফারেল কেনা!
বেশ ভালো পরিমানের এমাউন্ট ইনভেস্ট করে অনেক অনেক রেফার কিনে হয়তো আপনি ভালো এমাউন্ট আয় করতে পারতেও পারেন।
তবে এভাবে পিটিসি থেকে সফল হয়েছেন এমন ব্যক্তি অন্তত আমার নজরে পরে নাই।
এখন সোজা কোথায় আসি ইউএস গভর্নমেন্ট পিটিসি সাইটের সকল লাইসেন্স ক্যানসেল করে দিয়েছে, তাই আপনি এখন আর শত চেষ্টা করেও পিটিসি থেকে কিছু করতে পারবেন না।
তাই আমি আপনাকে বলবো – যদি আপনি সত্যিকারের একজন ফ্রীল্যান্সার হতে চান। তবে এক্ষুনি মন থেকে পিটিসি সাইটের নাম ঝেড়ে ফেলাই ভালো।