শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

লিনাক্স এ SM Player, SM Tube সাথে MPV ইন্সটল করুন

আসসালামু আলাইকুম, উড্ডয়নে আপনাকে স্বাগতম!
কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন।

 

আজ আমরা জানবো কিভাবে লিনাক্স এর যে কোন ডিস্ট্রতে SM Player, SMTube সাথে MPV ইন্সটল করতে হয়।

 

প্রথমে আমরা জেনে নেই এগুলোর কাজ কি? বা এগুলো দিয়ে কি করা হয়।

SM Player : নাম দেখেই বুঝা যাচ্ছে এটি একটি মিডিয়া প্লেয়ার, এই মিডিয়া প্লেয়ার এর মাধ্যমে অডিও শুনা যায় এবং যে কোন ফরমেট এর ভিডিও দেখা যায়।

sm Player

 

SM Tube : SM Tube এর মাধ্যমে Youtube এ থাকা যে কোন ভিডিও দেখতে পারবেন কোন বাফারিং ছাড়াই, আপনার নেটওয়ার্ক স্পীড খুব কম হলেও এটির মাধ্যমে ভিডিও দেখলে মনেই হবেনা আপনি নেট থেকে ভিডিও দেখছেন, আপনার মনে হবে আপনি আপনার লোকাল ড্রাইভ থেকে ভিডিও দেখছেন।

sm Tube

 

MPV : MPV হচ্ছে একটি ওপেন সোর্স মিডিয়া প্লেয়ার এটির মাধ্যমে SM Tube এর ভিডিও চালিয়ে আপনি এক অন্য রকম অনুভিতি ফিল করতে পারবেন, 2K, 4K ভিডিও এর মাধ্যমে দেখতে পারবেন।

mpv Player

সংক্ষিপ্ত পরিচয় পর্ব শেষ, এগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য গুগল করতে পারেন।।

চলুন দেখে নেই কিভাবে SM Player, SM Tube ও MPV ইন্সটল করতে হয়।

প্রথমে আপনার টার্মিনাল ওপেন করুন এবং নিচের কোড টাইপ করুন (পুরাতন ভার্সনের জন্য):

sudo add-apt-repository ppa:rvm/smplayer
sudo apt-get update
sudo apt-get install smplayer smtube smplayer-themes mpv

উবুন্টু ২০.০৪ থেকে নতুন যে কোন ভার্সনের জন্য শুধুমাত্র নিচের কোড টাইপ করুন:

sudo apt-get install smplayer smtube smplayer-themes mpv

SM Player, SM Tube ও MPV রিমুভ করতে টার্মিনালে টাইপ করুন:

sudo apt-get remove --autoremove smplayer smtube mpv smplayer-*

 

এই পোষ্ট কি আপনার ভালো লেগেছে?

এই পোষ্ট সম্পর্কিত আপনার মতামত শেয়ার করুন। প্রশ্ন / পরামর্শ পেতে কমেন্ট করুন। সবাইকে ধন্যবাদ।।

লেখক পরিচিতিঃ

Faruk Hossain Mithu
Faruk Hossain Mithuhttps://mithu.kholifa.com
I'm Linux Admin, traveler with a passion for movies, tech and programming. Navigating the digital realm with expertise, I enjoy exploring diverse landscapes and staying at the forefront of technology trends. Code enthusiast and cinephile, blending a love for innovation with a sense of adventure.
- বিজ্ঞাপন -
সম্পর্কিত পোস্টগুলো
- বিজ্ঞাপন -

জনপ্রিয় পোস্টগুলো

- বিজ্ঞাপন -
error: Content is protected !!