আসসালামু আলাইকুম, উড্ডয়নে আপনাকে স্বাগতম!
কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন।
আজ আমরা কথা বলবো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর একটি ডিজিটাল ওয়ালেট (মোবাইল ওয়ালেট) অ্যাপস সেলফিন সম্পর্কে।
আমরা আজ জানবো সেলফিন কি, সেলফিন একাউন্ট খোলার নিয়ম, সেলফিন একাউন্ট খোলার সুবিধা ইত্যাদি।
প্রথমে জেনে নেই সেলফিন (CellFin) কি?
সেলফিন (Cellfine) বাংলাদেশের সর্ববৃহৎ শরীয়াহ্ ভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল) এর একটি ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম।
সেলফিন ব্যবহার করার জন্য ইসলামী ব্যাংকের সাথে কোন অ্যাকাউন্ট থাকার বাধ্যবাধকতা নেই, তবে আপনি চাইলে আপনার পুরাতন একাউন্ট দিয়েই এর সেলফিন পরিচালনা করতে পারবেন। সংক্ষেপে বলতে গেলে CellFin এ নিরাপদে ঘরে বসেই সকল ব্যাংকিং সুবিধা পাওয়া যায়। যার ইউনিক কিছু ফিচার অন্য সব ডিজিটাল ব্যাংকিং এপস থেকে এটাকে আলাদা করে।
এখন কিভাবে সেলফিন (CellFin) একাউন্ট খোলা যায় তা জানবো।
সেলফিন একাউন্ট খুলতে হলে আপনার তিনটি জিনিস প্রয়োজন হবে তা হচ্ছে-
১. একটি স্মার্টফোন (এন্ড্রোয়েড ডিভাইস)।
২. একটি মোবাইল নাম্বার।
৩. আপনার জাতীয় পরিচয় পত্র (ভোটার আইডি কার্ড)।
এবার আপনাকে কিছু ধাপ অনুসরণ করতে হবে তা হলো::
• প্রথমে প্লে-স্টোর থেকে সেলফিন এর আপডেটেড ভার্সন এপস টি ইন্সটল করে নিন।
• ইন্সটল সম্পন্ন হলে অ্যাপটি খুলুন (ওপেন করুন)।
• Registration ট্যাব ক্লিক করুন।
• আপনি বাংলাদেশে থাকলে বাংলাদেশ আর দেশের বাহিরে থাকলে Abroad এ ক্লিক করুন।
• এরপর With National ID বা Bank A/C সিলেক্ট করুন (আপনার যদি ইসলামী ব্যাংকে একাউন্ট থাকে তাহলে ব্যাংক একাউন্ট নাম্বার দিয়ে খুব সহজেই সেলফিন একাউন্ট খুলতে পারবেন)। আমরা National ID দিয়ে খুলবো তাই with National ID সিলেক্ট করবো।
• এরপর অপারেটর সিলেক্ট করে আপনার মোবাইল নাম্বার ও ৬ (ছয়) ডিজিট সেলফিন এর পিন প্রদান করে Register এ ক্লিক করুন, এবার আপনার নম্বরে একটি ওটিপি পাঠানো হবে (এটিকে ভেরিফেকেশন কোডও বলা হয়ে থাকে)।
• ওটিপি দিয়ে পরবর্তী ধাপে যান।
• এবার আপনার জাতীয় পরিচয় পত্রের সামনের ও পিছনের ছবি তুলে আপলোড দিন। খেয়াল করবেন ছবিটি কোনভাবেই ঝাপসা থাকা যাবে না।
• জাতীয় পরিচয় পত্র দেয়ার পর আপনার সকল তথ্য দেখাবে কোন ভুল থাকলে সংশোধন করে নিবেন; আপনার বর্তমান পেশা ও বর্তমান ঠিকানা লিখে দিবেন।
• এখন আপনার একটি ছবি (সেলফি) তুলতে হবে, সেলফি তোলার সময় খেয়াল রাখবেন আপনার চোখ মুখ যেন ভালভাবে বুঝা যায়। সেলফি ও ভোটার আইডির ছবির মধ্যে অমিল থাকলে ভেরিফেকেশনে সমস্যা হতে পারে।
• সবকিছু ঠিক থাকলে কয়েক ঘন্টা বা কয়েক দিনের মধ্যে আপনার সেলফিন একাউন্ট একটিভ হয়ে যাবে।
সাধারণত ২৪ ঘন্টার মধ্যে একাউন্ট একটিভ হয়ে যায়। তবে কিছু কিছু সময় বেশি সময় লাগে। সর্বোচ্চ তিন দিনের মধ্যে আপনার একাউন্ট তৈরি হয়ে যাবে।
সেলফিন (CellFin) এর সুবিধা সমূহঃ
Cellfin এর মাধ্যমে ডিজিটাল ও মোবাইল ব্যাংকিং এর সকল সুবিধা পাওয়া যায়, যেমন:
• সেলফিন মোবাইল অ্যাপের মাধ্যমে টাকা পাঠানো কিংবা গ্রহণ করা।
• বিল পে করা।
• যে কোন অপাটরে মোবাইল রিচার্জ করা।
• অনলাইনে কেনাকাটা করতে পারবেন।
• mCash হিসাবে টাকা পাঠাতে পারবেন।
• দেশের বাইরে থেকেও কিছু নির্ধারিত দেশ এ এই অ্যাপটি ব্যবহার করা যাবে।
• নগদ ও বিকাশ অ্যাপে সরাসরি টাকা ট্রান্সফার দেওয়া যাবে কোন প্রকার চার্জ ছাড়াই।
• বিভিন্ন ধরনের অফার ও প্রোমোশন।
• রিওয়ার্ড কার্ড ও কুপন।
• সেলফিন ভার্চুয়াল ইন্টারন্যাশনাল প্রিপেইড কার্ড।
সেলফিন(CellFin) বা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর অন্য প্রডাক্ট কিংবা সার্ভিস সম্পর্কে জানতে তাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন।
লিংক:
https://www.islamibankbd.com/advservices/cellfin.php
Cellfin এর হেল্প লাইন নাম্বার – 09611-016259
কল দিয়ে 2 চাপুন…
আজকের মত এই পর্যন্তই, পরবর্তী পোস্টে অন্য কোন বিষয় নিয়ে আলোচনা করবো সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ্ হাফেজ।