রবিবার, অক্টোবর ৬, ২০২৪

xyz Domain Promotion

আসসালামু আলাইকুম, উড্ডয়নে আপনাকে স্বাগতম!
কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন।

আজ আমরা কথা বলবো Kholifa Hosting এর .xyz Domain প্রমোশন নিয়ে।

xyz promo

খলিফা নেটওয়ার্ক দিচ্ছে XYZ Domain রেজিস্ট্রেশন প্রথম বৎসর মাত্র ৯০/- টাকায়। আপনার অনলাইন যাত্রা শুরু করুন .XYZ Domain দিয়ে।

এছাড়াও আমাদের কাছ থেকে যে কোন বাৎসরিক হোস্টিং কিনলেই আপনি একটি .XYZ Domain ফ্রি পাবেন।

অফারটি পেতে ভিজিট করুনঃ https://host.kholifa.com/domains.html

আমাদের ডোমেইন এর বিশিষ্টঃ

» Instant Activation (আপনার ডোমেইন সাথে সাথে এক্টিভ হয়ে যাবে)।

» Full Control (আপনি আপনার ডোমেইন এর সম্পূর্ণ প্যানেল পাবেন)।

» Free Whois Privacy (আপনার সকল তথ্য গোপন থাকবে)।

» Free Theft Protection (ডোমেইন চুরি হবার ভয় নেই)।

** এছাড়াও আমাদের কাছে রয়েছে ৪০০+ ডোমেইন এক্সটেনশন তাই যে কোন ডোমেইন কেনার জন্য অন্য কারো কাছে যেতে হবে না, সব কিছু আমাদের কাছেই পাবেন। আমরা ২০১৮ থেকে এই সার্ভিস দিয়ে আসছি।

** অফারটি সীমিত সময়ের জন্য, তাই দেরি না করে এখনই নিয়ে নিন আপনার পছন্দের XYZ Domain-টি।

যেভাবে পেমেন্ট করবেনঃ

আপনি আপনার বিকাশ, নগদ, রকেট, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেক্সাস কার্ডের মাধ্যমে তাৎক্ষনিক বিল পরিশোধ করতে পারবেন।

বিস্তারিত জানার জন্য ভিজিট করুনঃ kholifahost.com অথবা কল করুনঃ 01610402061

লেখক পরিচিতিঃ

Faruk Hossain Mithu
Faruk Hossain Mithuhttps://mithu.kholifa.com
I'm Linux Admin, traveler with a passion for movies, tech and programming. Navigating the digital realm with expertise, I enjoy exploring diverse landscapes and staying at the forefront of technology trends. Code enthusiast and cinephile, blending a love for innovation with a sense of adventure.
- বিজ্ঞাপন -
সম্পর্কিত পোস্টগুলো
- বিজ্ঞাপন -

জনপ্রিয় পোস্টগুলো

- বিজ্ঞাপন -
error: Content is protected !!