শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

উড্ডয়ন এ আপনাকে স্বাগতম

আসসালামু আলাইকুম, উড্ডয়নে আপনাকে স্বাগতম!
আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন।

আজ ০১-০৯-২০২২ইং -এ পুরাতন খলিফা ব্লগ (blog.kholifa.com) যা ২০১৮ এর ফেব্রুয়ারিতে শুরু হয়, বর্তমানে এর নাম নতুন করে ব্রান্ডিং এর মাধ্যমে উড্ডয়ন করা হয়েছে uddoyon.com (উড্ডয়ন.কম)।

Uddoyon.com মূলত একটি ওয়েবসাইট, যেখানে আপনি অনলাইন এর সব ধরণের তথ্য যেমনঃ ইন্টারনেট নিরাপত্তা, ইন্টারনেট এর ব্যবহার, ইন্টারনেট / অনলাইন থেকে আয়, অনলাইন এর যাবতীয় খুঁটিনাটি সব পাবেন এই এক প্লাটফর্ম এ।

এছাড়াও আপনি নিজেই চাইলে লেখালেখি করতে পারবেন…

আমরা মূলত বাংলাদেশের মানুষের কথা ভেবেই আমাদের সকল পোষ্ট বাংলায় দিচ্ছি যেনো বাংলা ভাষা-ভাষীদের সবাই খুব সহজেই সবকিছু বুঝতে পারে, তবে আমাদের সাইটে অনেক ইন্টারন্যাশনাল ভিজিটর থাকে বিধায় আমরা uddoyon.com -এ Google Translate -এর সাহায্যে অন্য আরো কয়েকটি ভাষায় ট্রান্সলেট করে দিবো। আমাদের মূল ওয়েবসাইট এর ভাষা বাংলা, এছাড়াও Google Translate এর মাধ্যমে ইংরেজি, আরবি, উর্দু, চায়না, হিন্দি ভাষা সহ আরো কিছু দেশের ভাষা যুক্ত করে দিবো। যেকেউ uddoyon.com ওয়েবসাইটে ভিজিট করে উপরের ডান-পাশ থেকে নিজ দেশের বা নিজের পছন্দের ভাষা সিলেক্ট করে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। আশা করি আমাদের ওয়েবসাইটের প্রত্যেকটি আর্টিকেল / পোষ্ট অবশ্যই আপনাদের কাজে লাগবে এবং আপনারা উপকৃত হবেন, আর আমরা আমাদের সবগুলো পোষ্ট করে যাচাই/বাছাই করেই আপনাদের কাছে উপস্থাপন করবো বলে অঙ্গীকার করছি।

আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাবো ইনশাআল্লাহ্। আমাদের চলার পথে আপনাদের সকলের সাহায্য ও সহযোগিতা আবশ্যক।

ধন্যবাদ…..

লেখক পরিচিতিঃ

Faruk Hossain Mithu
Faruk Hossain Mithuhttps://mithu.kholifa.com
I'm Linux Admin, traveler with a passion for movies, tech and programming. Navigating the digital realm with expertise, I enjoy exploring diverse landscapes and staying at the forefront of technology trends. Code enthusiast and cinephile, blending a love for innovation with a sense of adventure.
- বিজ্ঞাপন -
সম্পর্কিত পোস্টগুলো
- বিজ্ঞাপন -

জনপ্রিয় পোস্টগুলো

- বিজ্ঞাপন -
error: Content is protected !!